রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাইবটতলা ধাম এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ৭ হাজার আদিবাসী সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে। নির্বাচনোত্তর পরিস্থিতির এবং আফগানিস্তানে মার্কিন ও ব্রিটিশ হামলার পর থেকে ওই এলাকার খ্রীষ্টান ধর্মাবলম্বী সাঁওতাল জনগোষ্ঠীকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রাজশাহীভিত্তিক বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ‘এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’ মঙ্গলবার অনুসন্ধান চালিয়ে সত্যতা পেয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন সংস্থার গবেষণা কর্মকর্তা রাশেদ ইবনে ওবায়েদ। এদিকে কাকনহাট, সুসনিপাড়া মিশনের ফাদারকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। এসিডির অনুসন্ধান দল আত্মরক্ষার জন্য আদিবাসী যুবকদের তীর-ধনুক নিয়ে গ্রাম পাহারা দিতে দেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালী ও মৌলবাদী গোষ্ঠী, যারা প্রধানত টেংরামারি ইউপির অধিবাসী, তাদের সঙ্গে ওই এলাকার আদিবাসীদের বিরোধের সুযোগকে কাজে লাগাচ্ছে। কয়েক বছর আগে এক আদিবাসী যুবতীকে ধর্ষণ করতে গিয়ে টেংরামারি এলাকার এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছিল। এরপর থেকে ওই যুবকের এলাকার লোকেরা আদিবাসীদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।

দৈনিক জনকন্ঠ, ১৮ অক্টোবর ২০০১

মন্তব্য করুন