রায়পুরা উপজেলার সদর ইউনিয়নের হাসিমপুর দড়িহাটী এলাকার বেশ কিছু হিন্দু পরিবার সন্ত্রাসী রজু বাহিনীর অত্যাচারে ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। হাসিমপুর গ্রামের সাবেক জমিদার ভৈরব হাজি হাসমত কলেজের অধ্যাপক ব্রজলাল পাল চৌধুরীর বিশাল সম্পত্তি রজু বাহিনী দখল করে নিয়েছে। ব্রজলাল চৌধুরী প্রাণের ভয়ে নিজ বাড়িতে আসতে পারছেন না। তারা জোরপূর্বক দখল করে নেয় রাধাগোবিন্দ, জগদীশ মাস্টার, আরো অনেকের সম্পত্তি ও বাড়ীঘর। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গ্রাম ছেড়ে নিঃস্ব হয়েছে মুক্তিযোদ্ধা ইদ্রিশ মিয়া, হামিদ মিলিটারির পরিবার। এছাড়া ওই বাহিনী নিরীহ সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে নিঃস্ব করেছে বহু পরিবারকে। তার অত্যাচারের ফিরিস্তি তুলে ধরে হাসিমপুর উষ্ণাবাজ গ্রামের ৪১টি হিন্দু পরিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করে বিচার প্রার্থনা করেও কোনো ফল পায়নি। একটি সূত্র জানিয়েছে, ওই বাহিনীর অপকর্মের বিরুদ্ধে রায়পুরা থানা ও কোর্টে প্রায় ৩০-৩৫টি মামলা ও জিডি রয়েছে। বিভিন্ন সময় রজু গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে আবারও অত্যাচার শুরু করে। এতকিছুর পরও স্থানীয় প্রশাসন রজু বাহিনীর লোকদের গ্রেপ্তার করতে পারছে না। সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার শিকার পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রথম আলো, ২১ জুন ২০০২