তেতুলিয়ার আদিবাসী পাঁচ পরিবারের সদস্যদের ভিটেমাটি ও জমি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়েছে স্থানীয় ভূমিলোভী একটি চক্র। বর্তমানে ওই চক্র ভিটেমাটি ও জমি থেকে উচ্ছেদের জন্য শুরু করেছে নির্যাতন, বাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শন। ভূমিলোভী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক আদিবাসী পরিবার। তারা উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। এসবের হাত থেকে বাঁচার জন্য তারা প্রশাসনসহ তাদের সম্প্রদায়ের কর্তাব্যক্তিদের কাছে লিখিত অভিযোগ করছেন। কিন্তু কেউ তাদের অভিযোগে সাড়া দিয়ে এগিয়ে আসেনি। তবে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। গত ১২ মে রাতে ৫ আদিবাসী পরিবারের ২০/২৫ জন সদস্য পঞ্চগড় প্রেসক্লাবে এসে তাদের এই নির্যাতন, বসতভিটা থেকে উচ্ছেদ ও জমি দখল করে নেয়ার ষড়যন্ত্রসহ নানা হয়রানি ও নির্যাতনের কাহিনী সাংবাদিকদের কাছে তুলে ধরে বলেন, আদিবাসীদের জমির ভুয়া কাগজপত্র তৈরি ও জাল স্বাক্ষরসহ উচ্ছেদ তৎপরতায় কলকাঠি নাড়ছে একটি শক্তিশালী ভুমিলোভী আগ্রাসী চক্র। ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারের সদস্যরা জানে না কিভাবে তাদের স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রি করা হয়েছে।

যুগান্তর, ২১ জুন ২০০২

মন্তব্য করুন