লক্ষ্মীপুরের এক পল্লীতে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ২টি বাড়িতে সন্ত্রাসীদের বার বার হামলা চালানোর খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা মূল্যবান গাছ, বাড়ির আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে বলে জানা গেছে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং হাজিরপাড়া ইউপির মিরপুরের পার্শ্ববর্তী আলাদাদপুর ধোয়া ও কোঁয়ার বাড়িতে ঘটেছে। এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার ধোয়া এবং কোঁয়ার বাড়িতে ছাত্রদল নামধারী কতিপয় ক্যাডার সুরেশ চন্দ্র সাহা, তরণী কুমার ও পরিমলের কাছে পৃথকভাবে ৫০, ২০ ও ১০ হাজার টাকা চাঁদার দাবি করে। এতে তরণী কুমার সন্ত্রাসীদের ভয়ে ধার্যকৃত চাঁদার অংক পরিশোধ করলেও বাকিরা আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সন্ত্রাসীরা তাদের নির্ধারিত চাঁদার হার লক্ষীপুরে চাঁদার দাবিতে সংখ্যালঘুদের বাড়িতে হামলা লুটপাট অনুসারে ওই দিনই হামলা চালিয়ে ধোয়া বাড়িতে বসবাসরত বেশ কটি পরিবারের মূল্যবান গাছ, আসবাবপত্র লুটপাট, তছনছ ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করে।

যুগান্তর, ২১ জানুয়ারি ২০০২

মন্তব্য করুন