সম্পত্তি গ্রাসের চেষ্টায় সংখ্যালঘুদের বাড়িঘরে জোট সন্ত্রাসীদের আগুন, মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে যশোরের অভয়নগরে। স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, অভয়নগর উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক জামেদ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলার বাগদাহ গ্রামের লক্ষ্মণ কুমার পালের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। প্রায় ৩০ বছর আগে ওই বিএনপি নেতার ভাই মোহাম্মদ আলীর অত্যাচারে লক্ষ্মণ কুমার পালের মা এবং তিন বোন এক সঙ্গে আত্মহতা করতে বাধ্য হয়। অভয়নগরের সন্ত্রাসী হামলা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর উদ্ধতি দিয়ে যশোর থেকে স্টাফ রিপোর্টার আরও জানান, সকালে প্রায় শতাধিক সন্ত্রাসী নিয়ে জামেদ আলী লক্ষ্মণের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা লক্ষ্মণের স্ত্রীকে ঘরের মধ্যে বেঁধে রাখে। তারপর লুটপাট চালায়। এ সময় লক্ষ্মণের ছোট মেয়ে রুমাকেও (১০) তারা মারধর করে। একপর্যায়ে লক্ষ্মণের স্ত্রী বাঁধন খুলে ঘরের বাইরে এলে সন্ত্রাসীরা তাদের পাশাপাশি দু’টি ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ২০ মিনিটের মধ্যে খড়ের ছাউনি দেয়া দু’টি ঘর ভস্মীভূত হয়।

দৈনিক জনকণ্ঠ, ২৬ মে ২০০২

মন্তব্য করুন