সাভারে বংশী নদীর তীরবর্তী নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার রাতে নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ও লুট হওয়া শুভ জুয়েলার্সের মালিক মনোরঞ্জন রাজবংশী আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৭টি দোকান থেকে নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা, ১২৬ ভরি স্বর্ণালঙ্কার, ৯১২ রূপার গহনাসহ মোট এক কোটি দুই লাখ ৩২ হাজার টাকা মূল্যের মালামাল লুট করার কথা উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে আসামী করা হয়েছে।
মনোরঞ্জন রাজবংশী আজ সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বসে লুট হওয়া মালামালের পরিমাণ হিসাব করে মামলাটি দায়ের করা হয়েছে। আমাদের দাবি আইন-শৃঙ্খলা বাহিনী ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করবে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ হেল কাফী দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, ‘ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’