সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাশিনাথপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছেন। ৩ আগস্ট মঙ্গলবার এই ঘটনা ঘটে।

 

সূত্র জানায়, এদিন সাইফুল ইসলাম ও তার স্ত্রী পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে একা রেখে কিস্তির টাকা দিতে পার্শ্ববর্তী তালগাছিতে যান। এ সময় শিশুটিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের সাগর আহমেদ জোরপূর্বক ধর্ষণ করেন।

সাগর ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এরপর পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সাগরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নান বলেন, ধর্ষণের অভিযোগে সাগর আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর ধর্ষণের বিষয় স্বীকার করেছে।

ধর্ষণের শিকার শিশুর মেডিকেল পরীক্ষা করা হয়েছে জানিয়ে এসআই আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে দ্রুত তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করা হবে।

যুগান্তর

মন্তব্য করুন