ফেসবুকে চিনের উইঘুর মসজিদ নিয়ে কথিত কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় অভিযোগে পুলক দাশ শিমুল (১৭) নামের এক হিন্দু কিশোরকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

 

বুধবার (১৯ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় ধর্মান্ধদের অভিযোগের প্রেক্ষিতে দুপুর ২টার দিকে তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে শিমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, ১৭ আগস্ট সোমবার শিমুল তার ‘প্রিন্স বয় শিমুল’ নামের ফেসবুক আইডি থেকে ‘শ্রীকৃষ্ণ যুব সংঘ’ নামের অপর ফেসবুক গ্রুপে চিনের (উইঘুর মসজিদ ভেঙে করা হয়েছে শৌচাগার) নামে একটি পোস্ট দেয়। পাশাপাশি শৌচাগার উদ্বোধন কাকে দিয়ে করা হবে এ নিয়ে সে চিনের প্রেসিডেন্ট শি চিনফিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত আরও একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে।

১৯ আগস্ট বুধবার সকালে এ ঘটনা নিয়ে স্থানীয় বৈরাগী বাজার এলাকায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তীসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিমুলকে আটক করে পরিস্থিতি শান্ত করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা এ প্রতিবেদককে বলেন, আটক শিমুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেট টুডে টোয়ান্টিফোর ডটকম

মন্তব্য করুন