সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শনিবার (১১ মে) সকালে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১০ মে) জুমার নামাজের পর দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে বিরোধের সূত্রপাত। এরপর ওহাবী এবং সুন্নি মতাদর্শের দুটি পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তারা শনিবার (আজ) সকাল সাড়ে ৮টায় আলোচনার জন্য সময় নির্ধারণ করেন।

তবে এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুন্নি মতাদর্শের বাবুল মিয়ার। আহত হন ওহাবী মতাদর্শের ইন্তাজ আলীসহ পাঁচ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী আবিদুর রহমান।

তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে সুন্নি মতাদর্শের ইউপি সদস্য চাঁন মিয়ার সঙ্গে মসজিদের তারাবির জন্য রাখা ওহাবী মতাদর্শের হাফিজের বাকবিতণ্ডা হয়। এ সময় তার পক্ষ নেন ইন্তাজ আলীসহ ওহাবী মতাদর্শের অন্যরাও। এর জেরে দুই পক্ষের লোকজন বাকবিণ্ডতায় জড়িয়ে পড়লে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিহত বাবুল ইউপি সদস্য চাঁন মিয়ার ছোট ভাই।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিলাদ পড়া নিয়ে দুইপক্ষের বিরোধ থেকে সংঘর্ষ হয়। এতে একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।

পূর্ব পশ্চিম বিডি

মন্তব্য করুন