স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন একজন ভিকটিম। ১৫ সেপ্টেম্বর বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে এই মামলাটির আবেদন করেন ওই ভিকটিম।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের দিকে ভিকটিমের সঙ্গে আসামির ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করেন আসামি। এ ঘটনায় আজ ভিকটিম ট্রাইব্যুনালে এসে মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করে পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন