শুক্রবার (৩০ মার্চ) দিনগত রাত তিনটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে খুরশীদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বগুড়ায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশীদ আলম প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা পুরুষ কেবিনে ৫৭৯ নং বেডে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পরিদর্শক রফিকুল জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ঘাতক ট্রাকটি পালিয়েছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

বাংলা নিউজ

মন্তব্য করুন