বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরবল্লভ চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় লিখিত এজাহার করেছেন একই ইউনিয়নের খড়তলা গ্রামের এক গৃহবধূ। ২১ মার্চ শনিবার বানিয়াচং থানায় এ অভিযোগ দেয়া হয়।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হরবল্লভ চৌধুরী প্রায়ই এই মহিলাকে অপ্রাসঙ্গিকভাবে যৌন নির্যাতনের নিমিত্তে নানা কু-প্রস্তাব ও প্রলোভন দিত। এই বিষয়টি তার ভাই জয় কুমার চৌধুরীর কাছে জানালে আসামি হরবল্লভ চৌধুরী আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৭ মার্চ ওই গৃহবধূ নিজ বাড়ির টিউবওয়েলের গোড়ায় হাত মুখ ধুতে গেলে ওঁৎ পেতে থাকা হরবল্লভ চৌধুরী তাকে ঝাঁপটে ধরে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধর্ষণ করার জন্য চেষ্টা করে। একপর্যায়ে রক্ষা পাওয়ার জন্য ধস্তাধস্তির এক ফাঁকে তার ব্লাউজ এবং পরনের কাপড় চিড়ে ফেলে আসামি হরবল্লভ চৌধুরী। পরে তিনি চিৎকার করলে আশেপাশের মানুষ এগিয়ে এলে হরবল্লভ চৌধুরী দৌড়ে পালিয়ে যায়। সুবিচার চেয়ে আওয়ামী লীগ নেতা হরবল্লভ চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ভিকটিম মৌখিকভাবে জানিয়েছেন। আমরা তাকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারপরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ঢাকা টাইমস

মন্তব্য করুন