হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে অ্যাডভোকেট আবুল খায়ের আজাদ নামে এক আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক ওসি আল আমিন।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে অ্যাডভোকেট আবুল খায়ের আজাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন বৃন্দাবন কলেজের স্নাতক (সম্মান) পড়ুয়া এক ছাত্রী।
মামলায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের প্রেমের সুবাদে ২০১৬ সালের ১৫ নভেম্বর পুরান পৌরসভা রোডের একটি আবাসিক হোটেলে রাতযাপন করেন তারা। ২০১৭ সালের ২০ মার্চ আবারও দুজনে সিলেটের একটি হোটেলে রাতযাপন করেন। অনেকবার বিয়ের আশ্বাস দিলেও আবুল খায়ের ওই ছাত্রীকে বিয়ে করেননি। ফলে বাধ্য হয়ে গত ৭ জানুয়ারি আবুল খায়েরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন তিনি।
সেই মামলায় সোমবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-১-এর বিচারক সুদীপ্ত দাশের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ওই আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
ওসি আরও জানান, তাকে কারাগারে পাঠানো হয়েছে।