রাকিব উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে। রাকিবকে রবিবার ভোররাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাকিব সরদার দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে (১৯) বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩০ এপ্রিল সে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় রাকিবের সহযোগীরা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় রাকিব।

সর্বশেষ গত ১৪ মে ওই নগ্ন ছবি তার প্রবাসী স্বামীর ইমো নম্বরে পাঠিয়ে স্ত্রীকে গ্রহণ করতে নিষেধ করা হয়। তার নির্দেশ না মানলে স্ত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাকিব। এ ঘটনায় গত ১৫ মে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাকিব সরদারসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই কলেজছাত্রী।

গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুজ্জামান  জানান, মামলা দায়েরের পর রাকিব সরদারকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রবিবার ভোররাতে রাকিবকে তার নিজবাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন