মানিকগঞ্জে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল ওরফে রোমেল (৩০) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহশিক্ষক মো. রুবেল সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। গৃহশিক্ষকতা ছাড়াও তিনি বেতিলা দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার জানান, গৃহশিক্ষক রুবেল প্রতিদিন সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়িতে গিয়ে পড়াতেন। এই সুযোগে অনেকদিন ধরেই তিনি ওই ছাত্রীর ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। গত ৬ জুলাই পড়ানোর সময় ওই ছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে রক্ষা পায়। এ ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখান রুবেল।
এ ঘটনায় ১১ জুলাই রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।