রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপি সমর্থকদের হামলা-নির্যাতন এবং চাঁদাবাজি চলছেই। পুলিশ প্রশাসনের কাছে আবেদন-নিবেদন কিংবা অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না নির্যাতিত-বিপন্ন লোকজন। জানা যায়, গত ১ অক্টোবরের নির্বাচনের পর দুর্গাপুরের সর্বত্রই বিএনপি সমর্থকদের নির্যাতন শুরু হয়। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্বিচার হামলা চলতে থাকে। নির্যাতন-হামলা-লুটতরাজের পাশাপাশি চাঁদাবাজি করতে থাকে বিএনপি সমর্থকরা। এখনও ঝালুকার সেই আলোচিত আটটি ধর্মীয় সংখ্যালঘু পরিবার নিজ বাড়ি ঘরে ফিরে আসতে পারেন নি। পরিবারগুলো আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সংবাদ, ১৭ জানুয়ারি ২০০২