চাঁদার দাবিতে সন্ত্রাসীরা গত বুধবার দুপুরে সাভারের বিশিষ্ট সর্ণ ব্যবসায়ী প্রদীপ সাহার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সাভার বাজার সর্ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রদীপ সাহা সে সময় বাড়িতে ছিলেন না। সন্ত্রাসীরা প্রদীপ সাহার দক্ষিণপাড়া বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে না পেয়ে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির ভেতরে অবস্থানরত প্রদীপ সাহার বৃদ্ধ পিতা সুধীর চন্দ্র সাহা এবং পরিবারের মহিলা সদস্যরা আতঙ্কিত হয়ে লুকিয়ে প্রাণ বাঁচান। দুপুর সোয়া ১টায় সংঘটিত এ হামলার ঘটনায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধে ̈ আতঙ্ক বিরাজ করছে। প্রদীপ সাহার ৭৮ বছর বয়সী বৃদ্ধ পিতা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শহীদুল এ হামলা চালায়। থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার ঘটনার সত্যতা সবীকার করে জানান, অভিযোগ পেয়ে থানা থেকে দারোগা এএসআই মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে আসেন। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।
ভোরের কাগজ, ৯ মার্চ ২০০২