গাইবান্ধায় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। ২১ ফেব্রুয়ারি শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ঘোষপাড়ার তিনতলা ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগজ্ঞ থানার ওসি মেহেদি হাসান জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ওই তিনজনকে থানায় হস্তান্তর করেছে এবং বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হল, পঞ্চগড়ের বোদা উপজেলার নগর কুমারী গ্রামের খাইরুল আলমের ছেলে আব্দুস সালাম (৩২), রংপুর মহানগরের কোতয়ালী থানার ভোগিবালাপাড়ার (লাকীপাড়া) সাদেক আলীর ছেলে সাজু মিয়া (৩০) ও গোবিন্দগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে সেকেন্দার আলী (৩০)।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৩, রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ দল তাদের গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানিয়েছেন-তারা ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের কাজ পরিচালনা করে আসছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, তাদের সহযোগীদের ধরতে অনুসন্ধান চলছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়েছে।