বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে (৪৬) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
অ্যাড. গোলাম কিবরিয়া তারিক বাগেরহাট জেলা আওয়ামী আইনজীবী সমিতির সদস্য।
মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(৩) ও ২৯(২) ধারায় গোলাম কিবরিয়া তারিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৭। বারইখালী গ্রামের মো. জাহাঙ্গীর আলম ফরাজি বৃহস্পতিবার মামলাটি দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি কেএম আজিজুল ইসলাম আরও জানান, রওশনারা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ফরাজির বিরুদ্ধে বিভিন্ন সময় গোলাম কিবরিয়া তারিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।