বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জানুয়ারি রোববার ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পাশের এক বাড়িতে থাকেন। জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকেন। বাড়িতে একা থাকার সুযোগ বুঝে ৮ জানুয়ারি শুক্রবার জোরপূর্বক ধর্ষণ করে কিশোরীকে। ওই কিশোরী বিষয়টি পর দিন সকালে তার দাদির কাছে বলেন।

পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে ৯ জানুয়ারি শনিবার রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যুগান্তর

মন্তব্য করুন