জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি বাঁশঝাড় থেকে সনাতন বর্মণ (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।  ১০ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর (আংড়া) গ্রামের একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

সনাতন বর্মণ একই ইউনিয়নের খোরদ্দা গ্রামের নবদ্বীপ চন্দ্র মহন্তের ছেলে। সে বাগজানা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতকরা ওই বাঁশঝাড়ের ভেতর তার লাশ ফেলে রেখে পালিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, স্কুলছাত্র সনাতন বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে ৯ জানুয়ারি শনিবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর ওই রাতে সে আর নিজ বাড়িতে ফিরে আসেনি। ১০ জানুয়ারি রোববার সকালে পশ্চিম রামচন্দ্রপুর-আংড়া এলাকার একটি বাঁশঝাড়ে সনাতনের লাশ দেখে এলাকাবাসী পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

যুগান্তর

মন্তব্য করুন