কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নটানপাড়া হাফিজিয়া মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মাহমুদুল আলম আঙ্গুরকে (৩৮) গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। রোববার (১১ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১২ এপ্রিল) ওই শিক্ষককে উপজেলা সদরে অবস্থিত কোর্ট মসজিদের ইমামের পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
নির্যাতনের শিকার ওই শিশু শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক মাহমুদুল আলম আঙ্গুর মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে গিয়ে তাকে দিয়ে হাত-পা টিপে নেয়। এরপর গোপন অঙ্গে হাত বুলিয়ে নানা রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই শিশুর পিতা বলেন, পুত্রের কাছ থেকে ঘটনাটি জানার পর তা অন্যান্য শিক্ষক ও এলাকাবাসীকে জানান।
তিনি আরও বলেন, পুত্রকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। কিন্তু বিকৃত রুচির ওই শিক্ষক তার পুত্রের জীবনে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছে। এর বিচার চাইলেন তিনি।
নটানপাড়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফি আহমেদ বলেন, হুজুরকে মারপিট করা হচ্ছে খবর শুনে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন শিক্ষক মাহমুদুল আলম আঙ্গুরকে এলাকাবাসী গণধোলাই দিচ্ছে। তাদের থামানোর পর শিশুটির মুখে ঘটনা শুনেন। এরপর এলাকাবাসীর দাবির মুখে তাৎক্ষণিকভাবে তাকে অব্যাহতি দিয়ে সেখান থেকে ওই শিক্ষককে উদ্ধার করে আনেন।
শিক্ষক মাহমুদুল আলম আঙ্গুরের বাড়ি রৌমারী সদর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামে। তার পিতার নাম সাইদুর রহমান।
এ প্রসঙ্গে বিকেলে মোবাইলে রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, শিশুটি এবং তার পিতার সঙ্গে কথা বলে ঘটনাটি জেনেছেন। এছাড়া স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। ভিকটিমের পরিবার এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পারেন বলে তাদের জানিয়েছেন। কারণ এ ধরণের বিকৃত রুচির মানুষের শাস্তি হওয়া প্রয়োজন।