চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

 

এই দু’জন হলেন- সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মো. তৌহিদুল ইসলাম (২৭) এবং তার ছোট ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন (২২)।

২৬ এপ্রিল সোমবার সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল তাদের বিরুদ্ধে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ‘দুই ভাই চারটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে তারা প্রধানমন্ত্রী, যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ করে সরকারবিরোধী পোস্ট করত এবং সেগুলো শেয়ার করত। অভিযোগ পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং রবিবার রাতে তাদের মোবাইল জব্দ করে।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার সত্যতা খুঁজে পেয়েছে পুলিশ।’

আজ তাদের আদালতে হাজির করা হয় এবং সেখান থেকে কারাগারে পাঠানো হয়েছে।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন