নওগাঁ জেলার পোরশা উপজেলায় গত সোমবার রাতে ৬টি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, উপজেলার ভবানীপুর ও সোরিয়ালা গ্রামে একযোগে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে যখন গ্রামবাসীরা ঘুমন্ত অবস্থায় ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত এসপি গাজিউর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, ‘আমরা এরই মধ্যে এমন কিছু তথ্য পেয়েছি যা আমাদের অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে সাহায্য করবে।’
হামলায় ভবানীপুর গ্রামে চারটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়।
সেগুলি হলো- কালী মন্দির, শিব মন্দির, সন্ন্যাস মন্দির এবং কালী মাতার একটি খোলা আসনের নির্মাণাধীন প্রতিমা।
সোরিয়ালা গ্রামে লক্ষ্মী মন্দির ও মনসা মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হামিদ রেজা গ্রামবাসীর বরাত দিয়ে বলেন, বহিরাগতরা হামলা চালিয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুদেব সাহা জানান, সকালে তিনি বাড়ির পাশে কালী মন্দির ভাঙচুর করা হয়েছে বলে জানতে পারেন।
‘তারপর ধীরে ধীরে, আমি অন্যান্য মন্দিরে হামলার কথা শুনতে শুরু করি,’ তিনি বলেন।
হিন্দু নেতারা বলেন, এইসব ঘটনায় গ্রামের হিন্দুদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সুদেব সাহা বলেন, ‘যদিও আমরা বহু বছর ধরে গ্রামে শান্তিতে বসবাস করছি, কিন্তু ঘটনাগুলো আমাদের আতঙ্কিত করে তুলেছে।
তিনি বলেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা গ্রামবাসীদের সঙ্গে দেখা করে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’
তিনি জানান, এ বিষয়ে সন্ধ্যায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা হওয়ার কথা আছে।