ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদকে নিয়ে কথিত কটূক্তির ঘটনায় চাকরিচূত রাজধানীর ভিকারুননিসার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ভিকারুননিসার ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে হযরত মুহাম্মদকে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর ভিকারুননিসার গর্ভনিং বডি সর্ব সম্মতিক্রমে জগদীশ চন্দ্র পালকে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন। গত ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গর্ভনিংবডির এ সিদ্ধান্ত স্থগিত করে জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহাল করেন। পরে গত ৭ নভেম্বর জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। একইসঙ্গে তাকে পুনর্বহালে বোর্ডের আদেশও চ্যালেঞ্জ করা হয়।