3 পোস্ট
দার্শনিক ও শিক্ষাবিদ মমতাজ উদ্দীন আহমেদ ১৯০৩ সালের ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দর্শনশাস্ত্রে ১৯২৬ সালে বি.এ সম্মান ও ১৯২৭ সালে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। মমতাজ উদ্দীন কর্মজীবনে শিক্ষা প্রসারেই কাটিয়েছেন। ১৯৫৬ সালে তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ১৯৫৮ সালের জাতীয় শিক্ষা কমিশনের সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হন। ১৯৬৫ সালে তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে তিনি শেষ জীবনে উচ্চ শিক্ষা প্রসারে অবদান রাখেন। ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।