ঢাকার সাভারের আশুলিয়ার প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

 

২ মে রোববার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর রণস্থল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শহিদ মোল্লা (৪০) স্থানীয় বাসিন্দা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. শফিউল্লাহ বলেন, ২০ বছর বয়সী ওই তরুণী বাসায় একা ছিলেন। সে সময় বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক ।

“তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শহিদকে আটক করে পুলিশে খবর দেয়।”

“প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম চলমান।”

তবে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ওই তরুণী নিজে কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মন্তব্য করুন