অভিজিৎ রায়কে হত্যার পর বাংলার ব্লগার এবং অনলাইন কমিউনিটি ক্ষুব্ধ হয়ে যায়। তারা অনলাইনে লেখালেখির জের বাড়িয়ে দেয়। ধর্মীয় কূপমন্ডুকতা এবং ধর্মীয় কুসংস্কার তুলে ধরতে থাকে একেরপরএক। কিন্তু লেখার জবাব যে অস্ত্র দিয়েই দিতে হয় সেরকমটাই বুঝি বলা হয়েছে ধর্মগ্রন্থগুলোতে। আর এর ফলে আনসারুল্লাহ বাঙলা টিম ৩০ মার্চ ২০১৫ সালে অফিস যাওয়ার পথে সকাল ৯ টায় কুপিয়ে হত্যা করে ওয়াশিকুর বাবুকে।

মন্তব্য করুন