খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গে‌ছে। অভিযুক্ত আকতার হোসেন (৪৫) পল্লী বিদ‌্যু‌তের কর্মকর্তা। তা‌কে গ্রেপ্তা‌রের জন‌্য পু‌লি‌শের অভিযান চল‌ছে।

 

ভিক‌টিম শিশু‌কে উদ্ধার ক‌রে ১ মে শুক্রবার সন্ধ‌্যায় খুলনা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাই‌সিস সেন্টারে (ওসিসি‌) ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

শিশুটির প‌রিবা‌র জানায়, শুক্রবার দুপুরে শিশু‌টিকে ফুসলিয়ে আড়ংঘাটা দক্ষিণপাড়া প্রিন্স মেম্বরের বাড়ির পশ্চিমপাশে নিয়ে ধর্ষণ করেন আকতার হোসেন। সন্ধ্যায় ভিকটিমের অবস্থা গুরুতর হলে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। আকতার আড়ংঘাটার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্সের বোন জামাই। তি‌নি বা‌গেরহা‌টে পল্লী বিদ‌্যুৎ অফিসে কর্মরত আছেন। ত‌বে এ ঘটনার পর থে‌কে তি‌নি পলাতক।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, ভিক‌টিম‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। মামলার প্রস্তু‌তিসহ অভিযুক্ত ব‌্যক্তি‌কে গ্রেপ্তা‌রের জন‌্য অভিযান অব‌্যাহত আছে।

ঢাকা টাইমস

মন্তব্য করুন