নারায়ণগঞ্জ বন্দরে টিকটক ভিডিও বানাতে কোরান অবমাননার অভিযোগে ৩ টিকটকার কিশোরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সিদ্দিরগঞ্জের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (২৩) এবং বাকি দুই কিশোর একই এলাকার রিয়াদ ও সোহেল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
জানা গেছে, ৩১ আগস্ট মঙ্গলবার দুপুরে বন্দরের সোমবাড়িয়া এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাটের একটি জেটিতে টিকটক অভিনয়ের জন্য কোরআন ছুড়ে ফেলে অভিনেতারা। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে পুলিশকে খবর দিলে বন্দর থানার পুলিশ তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে মঙ্গলবার রাতে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা এন্ট্রি করা হয়।
পুলিশ জানায়, মূলত তারা টিকটকে ভিউ প্রসার ও নিজেরা ফেমাস হতে কোরআন শরিফ পরোক্ষভাবে অবমাননা করে। স্থানীরা বিষয়টি নিয়ে ঐ ৩ টিকটকারকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের ধৃত করে। তাদের ১ সেপ্টেম্বর বুধবার দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে।