নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর আগে সোমবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুর বাবা সদর থানায় মামলা করেন।
এ ঘটনায় অভিযুক্ত শিশির সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সদর উপজেলার বাসিন্দা শিশুটির মা বলেন, শনিবার (৪ মে) বেলা ১১টার দিকে আমার স্বামী আলতাব হোসেন জমিতে ধান কাটতে যায়। দু’ছেলে অহিদুল (১২) ও মহিদুল (৯) বাড়িতে ছিলো না। আমি হাস আনতে বিলে যাই। একা বাড়িতে শিশুকন্যা ছিলো। কিছু সময় পর মেয়ের চিৎকার শুনতে পেয়ে বাড়িতে এসে দেখি একই গ্রামের শিশির সরকার (৩৮) মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করছে। এ সময় ঝাটা নিয়ে এগিয়ে গেলে সে দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দোষীরা ভয়ভীতি দেখায় এবং মীমাংসার কথা বলে। পরে তাদের আর কোনো আগ্রহ না দেখে রোববার হাসপাতালে নিয়ে আসি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মশিউর রহমান বাবু বলেন, মঙ্গলবার একজন নারী চিকিৎসক দিয়ে ওই শিশুর পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। তদন্ত রিপোর্ট দু’একদিন পাওয়া যাবে। তখনই বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, শিশুর বাবা শিশিরের নামে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।