ছাত্রীকে যৌন হয়রানির মামলায় পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদীতে ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
১৭ জুন সোমবার ঢাকার শাহবাগ এলাকা থেকে প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার ঢাকার শাহবাগ এলাকা থেকে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। পরে তাকে সোমবার পাবনায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, প্রধান শিক্ষক মোজাম্মেল হককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটির সভাপতি কামরুন্নাহার শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের শিক্ষার্থীদের অভিযোগ, ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

এরই ধারাবাহিকতায় গত ২৫ মে দুপুরে প্রধান শিক্ষক মোজাম্মেল হক এক ছাত্রীর সাথে অশালীন কথা বলেন এবং কুপ্রস্তাব দেন।

এক পর্যায়ে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ওই প্রধান শিক্ষক। ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানানোর পর ২৮ মে ঈশ্বরদী থানায় মামলা করে ভুক্তভোগী মেয়েটি। মামলার পর থেকে পলাতক ছিলেন প্রধান শিক্ষক মোজাম্মেল।

পরিবর্তন

মন্তব্য করুন