ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী আদালতে ২২ ধারা জবানবন্দি দিয়েছে। ২৫ এপ্রিল শনিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আদালত জবানবন্দি দেন তিনি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
২৪ এপ্রিল শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহার উদ্ধৃত করে সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, গত ২৩ এপ্রিল মধ্যরাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক চা দোকানীর ঘরে ডাকাতরা হানা দেয়।
“এ সময় ডাকাতরা ঘরের দরজার ছিটকানি ভেঙে ভেতরে ঢুকে ঘরের সকলকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙে নগদ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী লুট করে।
“এ সময় ঘরে স্বর্ণালঙ্কার না পেয়ে ডাকাতদের একজন গৃহকর্তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহকর্তা বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে।”
ওসি মঈন উদ্দিন আহমেদ আরো জানান, আদালতে জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই মাদ্রাস ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামরার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।