ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শিহাব উদ্দিন (২৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার শিহাব উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আতুকোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার শিহাব উদ্দিন আতুকোড়া গ্রামের ইব্রাহিম খানের ছেলে।

পুলিশ জানায়, শিহাব উদ্দিন নবীনগর উপজেলার একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিশুদের আরবি পড়াতেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় শিশুটি আরবি পড়তে গেলে শিহাব উদ্দিন তাকে মসজিদের ইমামের কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে সেখানে তাকে বলাৎকার করা হয়। পরে বিষয়ে পরিবারের সদস্যরা জানলে শিশুটির মা নবীনগর থানায় মামলা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ রায় জানান, ঘটনার পর শিহাব উদ্দিন পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাসিরনগর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু বলাৎকারের কথা পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতেও তিনি শিশু বলাৎকারের কথা স্বীকার করে জবানবন্দি দেন।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন