জেলার সন্ত্রাসকবলিত রাউজানে আবারও বৌদ্ধ বিহারে হামলা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাত ১টার দিকে উত্তর ডাবুয়ার বেনুবন বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত ̈ক্ষদর্শীরা জানায়, হিংগুলার ওয়ারাপুঞ্চা অনাথ আশ্রম থেকে দুই কিলোমিটার পূর্বে বেনুবন বৌদ্ধ বিহারে ১০/১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তারা বিহারের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বিহারের প্রধান প্রিয়ানন্দ ভিক্ষু ঘণ্টা বাজিয়ে আশপাশের লোকজনের সাহায্য কামনা করেন। এক পর্যায়ে তিনি ভেন্টিলেটার দিয়ে বের হয়ে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা জনতাকে উদ্দেশ্য করে এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পুলিশ এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। দি সুপ্রিম সংঘ কাউন্সিল, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, জ্ঞান জ্যোতি হত্যা বিচার আন্দোলন কমিটি পৃথক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে রাউজানের ডাবুয়া ইউনিয়নের হিংগুলায় ওয়ারাপুঞ্চা অনাথালয়ের প্রধান জ্ঞান জ্যোতি মহাথেরোকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
যুগান্তর ১৪ মে ২০০২