রাঙামাটি সদর উপজেলার ৫ নম্বর বন্দুকভাঙা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে সন্তু লামরা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) আবিষ্কার চাকমা ওরফে মনিক্য (৪০) নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিচিং আদাম নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত আবিষ্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা। তার বাড়ি বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার বাবার নাম মিন্টু চাকমা।

রাঙামাটি পুলিশের সদর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মঙ্গলবার ভোরে বন্দুকভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিচিং আদাম নামক এলাকায় প্রতিপক্ষরা অতর্কিতে হামলা চালায়। এতে জনসংহতি সমিতির নেতা আবিষ্কার চাকমা ঘটনাস্থলে নিহত হন।

তিনি জানান, কী কারণে ঘটনা ঘটেছে তার সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে খবর পেয়ে কতোয়ালী থানা পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

ঢাকা ট্রিবিউন

মন্তব্য করুন