রাজশাহীতে নকল রসিদের মাধ্যমে মাদ্রাসা-এতিমখানার নামে চাঁদা তুলে প্রতারণা করার অভিযোগে ১১ ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
৮ মে শনিবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে রাজশাহী শহরের ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
“আটককৃতদের কাছ থেকে নকল রসিদ ও নকল রসিদের মাধ্যমে আদায় করা ৩৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।”
মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলম রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদ্রাসা ও এতিমখানার নামে নকল রসিদ তৈরি করে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। তাদের অধিকাংশের বাড়ি রংপুর বিভাগের বিভিন্ন জেলায়।
“দীর্ঘদিন ধরে তারা রাজশাহী শহর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার নামে নকল রসিদের মাধ্যমে চাঁদা তুলছিলেন।”