বিএনপি সন্ত্রাসীদের অব্যাহত সন্ত্রাসের ফলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি ও রাজনগরের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন গ্রাম ছেড়ে নরসিংদী সদর উপজেলার হাজীপুর, করিমপুর, শ্রীনগর, ঘোড়াদিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম জাজুর নেতৃত্বে সন্ত্রাসীরা বাঘাইকান্দি, রাজনগর গ্রামে হামলা চালিয়ে লুটপাট করেছে। ১ নবেম্বর থেকে অব্যাহত সন্ত্রাসী হামলায় শতশত পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম সরকার, ইউপি সদস্য আবদুল বাতেন ও সাবেক সদস্য নাজিমুদ্দিন জানায়, বিএনপির স্থানীয় নেতা জহিরুল ইসলাম জাজুর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাঘাইকান্দি ও রাজনগর এলাকায় আওয়ামী লীগ সমর্থিতদের বাড়িতে গিয়ে চাঁদা দাবী করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পবিত্র শবে বরাতের দিন সকাল থেকে বেপরোয়াভাবে গ্রাম দুটিতে হামলা চালিয়ে গরু, ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা-পয়সা লুটপাট ও ভাংচুর করে। যেসব জিনিসপত্র তারা নিতে পারেনি সেগুলো ভাংচুরসহ দা দিয়ে কুপিয়ে নষ্ট করেছে এবং নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ৫০ জনকে পিটিয়ে আহত করেছে। এলাকাবাসী অভিযোগ করেছে, জহিরুল ইসলাম জাজুর নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকায় অবাধে ঘোরাফেরা করলেও পুলিশ বিশেষ মহলের নির্দেশে এদের গ্রেপ্তার করছে না। ফলে এ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যুগান্তর, ৮ নভেম্বর, ২০০১