একদল চিহ্নিত সন্ত্রাসী গত শনিবার মধ্যরাতে বাউফল কাগজিরপুল এলাকার একটি দুর্গাপূজা মণ্ডপের তোরণ আগুন দিয়ে পুড়ে ফেলেছে। এসময় তোরণ সংলগ্ন প্রতিমা শিল্পী কালাচান পালের একটি ঘর ভস্মীভূত হয়। এ ঘটনায় গতকাল রোববার সকালে দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে ধরে জনতা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায় রাত ১টার দিকে দুর্বৃত্তরা দুর্গাপূজা মণ্ডপের তোরণ ও কালাচান পালের (মূর্তি নির্মাতা) ঘরে আগুন লাগায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পাশের বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নেয়। এ সময় লোকজন গোয়ালঘর ঘেরাও করে দুটি ধারালো অস্ত্রসহ বাচ্চু মোল্লা (১৮), রিপন (২০) ও শহিদুলকে (২৩) পাকড়াও করে পুলিশে সোর্পদ করে এবং অপর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গোপালগঞ্জ থেকে সংবাদদাতা জানান, শনিবার রাতে একদল দুর্বৃত্ত সদর উপজেলার রঘুনাথপুরের দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভেঙে দেয়। প্রতিবাদে মন্দির কমিটি পূজা বর্জনের ঘোষনা দিয়েছে।
ভোরের কাগজ, ২২ অক্টোবর ২০০১