বরিশাল জেলার হিজলা উপজেলার চরকিল্লা গ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণের মামলার প্রধান আসামি ব্র্যাক কর্মীকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক ব্র্যাক কর্মীর নাম মিলন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ থাকায় আইনি সহায়তার জন্য হিজলা ব্র্যাক আইনী সহয়তা কেন্দ্রে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঐ নারী। অভিযোগের প্রেক্ষিতে এক পর্যায়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন ব্র্যাক আইনী সহায়তা কেন্দ্রের কর্মী মিলন তাকে ব্র্যাক অফিসে ক্লিনার পদে দৈনিক ২০০ টাকা হাজিরার মাধ্যমে নিয়োগ প্রদান করে।

নিয়োগের ১০/১৫ দিন পর থেকেই মিলন তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিতে থাকে। অসহায় ঐ নারী কু-প্রস্তাবে রাজী না হওয়ায় চাকরিচ্যুত করার হুমকি দিয়ে জোর পূর্বক ব্র্যাক অফিসের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এভাবে অনেকবার ধর্ষণের পর মিলন তাকে চাকরিচ্যুত করে অফিস থেকে বের করে দেয়।

ঐ নারী মিলনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য হিজলা থানা, সার্কেল ও এসপি অফিসে গেলে মিলন তাকে মোবাইলে ডেকে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে মারধর করে তাদের হাতে তুলে দেয়। এ সময় সন্ত্রাসীরাও তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করলে পুলিশ সুপার হিজলা থানা পুলিশকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

হিজলা থানার ওসি মাকসুদুর রহমান জানান, ঐ নারী ব্র্যাক অফিসের মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক

মন্তব্য করুন