জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সন্ত্রাসবাদী বিস্ফোরণে নিহত ৪৪ জন সিআরপিএফ জওয়ান। জখম হয়েছেন আরও অনেকে। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে শুরু হয়েছে গুলির লড়াই। ঘটনার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ।
বৃহস্পতিবার পুলওয়ামা জেলার অবন্তীপুরায় তীব্র বিস্ফোরণে মারা গেছেন ৪৪ জন জওয়ান। প্রাথমিকভাবে১৮ জন সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার খবর মিললে, পরে ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে ANI । জখম হয়েছে আরও অনেকে।
কাশ্মীরে দুই দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিস্ফোরণের জেরে সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্স (সিআরপিএফ) জানিয়েছে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে দ্য প্রিন্ট জানাচ্ছে, ২০১৪ থেকে এই ঘটনার আগ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ১৭০৮টি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৩৩৯ জন সদস্য নিহত হয়েছেন। আর ২০১৮ সালের শুরু থেকে হামলার ঘটনা বেড়েছে ৪৪ শতাংশ।
জম্মু ও কাশ্মীরে ২০১৭ সালে ৩৪২টি হামলার ঘটনা ঘটে। তাতে নিরাপত্তা বাহিনীর ৮০ সদস্যের সঙ্গে বেসামরিক ৪০ জন নিহত হয়। ২০১৮ সালে হামলার সংখ্যা ছিল ৬১৪টি। ওই বছর নিরাপত্তা বাহিনীর ৯১ জন সদস্যের সঙ্গে নিহত হয় ৩৮ জন বেসামরিক নাগরিক।
সূত্রঃ বিডিনিউজ, চ্যানেল আই অনলাইন