খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে কতিপয় সন্ত্রাসী নগরীর দোলখোলায় অবস্থিত শত বছরের প্রাচীন শ্রী শ্রী শীতলা মন্দিরের পূজা অর্চনায় বিঘ্ন সৃষ্টি করছে। সন্ত্রাসীরা নাট মন্দিরের টিন খুলে নিয়ে গেছে। মন্দির প্রাঙ্গণের গাছ থেকে নারিকেল, কাঁঠাল ও আম জোরপূর্বক পেড়ে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট থানা ও স্থানীয় ওয়ার্ড কমিশনারকে এ ব্যাপারে একাধিকবার জানানোর পরেও কোন প্রতিকার পাওয়া যায়নি। শ্রী শ্রী শীতলাবাড়ী কার্যকরী সংসদের পক্ষ থেকেই এ অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার শীতলাবাড়ী কার্যকরী সংসদের এক সভায় উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কতিপয় কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ৮ মে বুধবার কেএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান, ৯ মে বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ১৭ মে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন।
দৈনিক জনকণ্ঠ, ৬ মে ২০০২