শনিবার রাতে একদল দুর্বৃত্ত মাগুরা সদর উপজেলার আলমখালী গ্রামে নিমাই কুমার দত্ত (৪৫) নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে গিয়ে রান্না করা রাতের খাবারে গোপনে বিষ মিশিয়ে দিয়ে যায়। পরিবারের সদস্যরা কিছু টের না পেয়ে রাত ১১টার দিকে উক্ত খাবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেললে দূর্বৃত্তরা রাত ৩টার দিকে ঐ বাড়িতে গিয়ে এক মহিলার গলা থেকে সোনার চেনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। রবিবার সকাল ৯টা পর্যন্ত পরিবারের কেউ ঘুম থেকে না উঠলে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে অজ্ঞান অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। এরা হলো নিমাই কুমার দত্ত (৪৫), নির্মল রায় (৩০), স্বপন কুমার দত্ত (২৮), স্বপ্না (২২), শিপ্রা (২২), মিরা রানী (৪০) ও তমা (৫)। এদের অবস্থা আশঙ্কাজনক। উক্ত পরিবারের এক সদস্য জানান, দুর্বৃত্তরা কি কি জিনিস নিয়ে গেছে তারা বলতে পারছেন না।

দৈনিক জনকণ্ঠ, ৬ মে ২০০২

মন্তব্য করুন