চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকায় এক পুত্রবধূ শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হয়েছেন ।
পরে শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠালে জমির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।এর আগে এই ঘটনায় ৩ ফেব্রুয়ারি বুধবার নারী নির্যাতন দমন আইনে বোয়ালখালী থানায় মামলা করেছেন ওই পুত্রবধূ।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট চরখিদিরপুরে গেলো ২৬ জানুয়ারি ধর্ষণের এ ঘটনা ঘটে। ছেলে ঘরে না থাকার সুযোগে এই কাজ করে শ্বশুর।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ধর্ষণের কথা স্বীকার করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।