গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে প্রায় ৩০০ জন জামিন নিয়ে বেরিয়ে গিয়ে এখন পলাতক রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এই কথা জানান বাহিনীটির মহাপরিচালক বেনজির আহমেদ।
বেনজির জানান, ২০১৬ সালে হলি আর্টিজানে হামলার পর থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ৫১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে প্রায় ৩০০ জন জামিন নিয়ে বেরিয়ে গেছেন। জেল হাজত থেকে বের হয়েই তারা পালিয়ে বেড়াচ্ছেন।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, নিজেদের গোয়েন্দা তথ্যের সঙ্গে অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্য সমন্বয় করে সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে র্যাব। এসময় তিনি জঙ্গিদের আইনি সহায়তা না দেওয়ার জন্য আইনজীবীদের প্রতিও অনুরোধ জানান। তাদের উদ্দেশ্য করে র্যাব প্রধান বলেন, জঙ্গিদের আইনি সহায়তা দেওয়া আত্মঘাতী হতে পারে।