ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে পালপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভেঙে কপাল থেকে স্বর্ণের টিপ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু সোমবার দুপুরে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, ২১ ডিসেম্বর সোমবার ভোরে কয়েকজন গ্রামবাসী মন্দিরে পূজা দিতে গেলে দেখতে পায় কেচি গেইটের ভেতরে গৌড় ও নিতাই প্রতিমার মাথা ভেঙে পড়ে আছে এবং পাথরের রাধা কৃষ্ণ প্রতিমার মুখ ও কপালে কালো দাগ লেগে আছে এবং কপাল থেকে স্বর্ণের টিপ চুরি করে নিয়ে যায়। সাথে সাথে নবাবগঞ্জ থানায় খবর দিলে দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং মন্দির প্রাঙ্গণে পড়ে থাকা লোহার রড ও বাঁশের একটি লম্বা লাঠি উদ্ধার করে থানায় নিয়ে যান।
নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুবঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু বলেন, চুরির ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, চুরির ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।