রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সাত সদস্যকে আটকের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

 

এরা হলেন- মো. আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), মো. সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), মো. নাজমুল হাসান রাজু (২৪), মো. রেজাউল ইসলাম (৩১) ও মো. রবিউল ইসলাম (৩৩)।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তাদের আটক করেন র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জঙ্গি গোষ্ঠী ‘আল্লাহর দল’র সদস্য বলে স্বীকার করেছেন বলেও জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

তিনি আরও জানান, এই সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করা এবং তাদের নিজেদের কাঠামো অনুযায়ী শাসনব্যবস্থা গড়ে তোলা।

দ্য ডেইলি স্টার

মন্তব্য করুন