নরসিংদীর বেলাবতে এক কলেজছাত্রীকে (১৯) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ মার্চ) বিকালে ওই কলেজছাত্রী বাদী হয়ে প্রেমিকসহ তিনজনকে আসামি করে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় ধর্ষকের দুই সহযোগী কর্তৃক ইভটিজিংয়ের অভিযোগও উল্লেখ করা হয়েছে। বেলাব থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মামলা দায়ের করার পর অভিযুক্ত ধর্ষক রাসেল মিয়া (১৯) পলাতক রয়েছেন। তার দুই সহযোগী সজিব মিয়া (২০) ও রিয়াজ মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বেলাব উপজেলার দীঘলদীকান্দা এলাকার বাসিন্দা ও ভৈরবের একটি কলেজে অনার্স পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী জুহুরিয়াকান্দা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে ও ভৈরব হাজী আসমত কলেজের অনার্স পড়ুয়া ছাত্র রাসেল মিয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন ১ বছর ধরে ওই কলেজছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক রাসেল একাধিকবার ধর্ষণ করে।