নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধর্ষণের শিকার বিধবা (৪৫) নারীকে মিমাংসার আশ্বাস দিয়ে দুই দফায় গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর করা মামলায় প্রধান আসামি আলী আকবরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নৈকাহন আখরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেফতার করা হয়। সে নৈকাহন বাজার এলাকার বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
অন্য আসামিরা হলো- মোস্তফা (৫৫), আনারুল (৪০), লিটন (৩২), তরিকুল ইসলাম (৩৫) ও শাহীন (৩২)। তাদের সবার বাড়িই নৈকাহন এলাকায়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাতির জন্য ওষুধ কিনতে নৈকাহন বাজারে যান। এ সময় প্রধান আসামি আলী আকবর ওই নারীকে ডেকে তার মাছের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর দোকান থেকে বের হয়ে এলাকার মোস্তফা, আনারুল ও লিটনকে দেখতে পেয়ে বিষয়টি জানান ভুক্তভোগী। মিমাংসা করে দেওয়ার কথা বলে ওই নারীকে একটি পুকুর পাড়ে নিয়ে যায় তারা।
এরপর রাতে সাড়ে ৮টার দিকে তাকে আবার গণধর্ষণ করে ওই তিনজন। কিছুক্ষণ পর ফোন করে শাহীন (৩২) ও তরিকুল (৩৪) নামে দুজনকে ডেকে আনে লিটন। তারা এসে ওই নারীকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। রাজি না হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে শাহীন ও তরিকুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এদিকে, লোকলজ্জা ও সন্তানদের কথা ভেবে বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ১৪ অক্টোবর রাতে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামী আলী আকবরকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।