নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামাল (৪০) নামে লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ১ ডিসেম্বর রবিবার জামালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ৩০ নভেম্বর শনিবার রাতে উপজেলার হাফিজী বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর ধর্ষণকারী আয়নাল ও তাদের সহযোগিতাকারি জুতি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আয়নাল বন্দর হাফিজীবাগ এলাকার শুকুর সরদারের ছেলে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণকারী আয়নালের কক্ষে নিয়ে জুতির সহায়তায় জামাল মিলে ধর্ষণ করে।
তিনি আরো জানান, এ বিষয় ৩০ নভেম্বর শনিবার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালানা করে জামালকে (৪০) গ্রেফতার করা হয়। তার সহযোগিরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন

মন্তব্য করুন